ওয়েব অ্যাপ তৈরির সুবিধা আনল পো

কোরার ডেভেলপ করা সাবস্ক্রিপশনভিত্তিক প্লাটফর্ম পো-তে প্রিভিউস নামে একটি ফিচার চালু করেছে।

কোরার ডেভেলপ করা সাবস্ক্রিপশনভিত্তিক প্লাটফর্ম পো-তে প্রিভিউস নামে একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই-নির্ভর চ্যাটবটের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সরাসরি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ তৈরি করতে পারবে। প্রিভিউস ফিচারে রয়েছে ক্লড ৩.৫, জিপিটি-৪ ও গুগলের জেমিনি ১.৫ প্রোর মতো প্রোগ্রামিংয়ে দক্ষ চ্যাটবট। নতুন ফিচারটি ব্যবহারকারীদের টাইপ করে ডাটা ভিজুয়ালাইজেশন, গেমস এমনকি ড্রাম মেশিন তৈরির সুযোগ করে দেবে। খবর টেকক্রাঞ্চ

আরও