লংকাবাংলা সিকিউরিটিজ

মাদারীপুরে ডিজিটাল বুথ উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ডিজিটাল বুথ চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। গতকাল এ বুথ উদ্বোধনের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাদারীপুরে ডিজিটাল বুথ চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। গতকাল এ বুথ উদ্বোধনের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পুঁজিবাজারে সুপরিকল্পিত বিনিয়োগ নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী, ডিজিটাল বুথের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, পুঁজিবাজারে বিনিয়োগকে বিভিন্ন অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী নতুন নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপন করছে লংকাবাংলা সিকিউরিটিজ। এরই ধারাবাহিকতায় মাদারীপুর ডিজিটাল বুথ চালু করা হয়েছে।

এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী বলেন, ‘পুঁজিবাজারের মতো অপার সম্ভাবনাময় ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে বিনিয়োগের মাধ্যমে যেকোনো শ্রেণী-পেশার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। ট্রেজারি বন্ড, আইপিওর মতো বাড়তি মুনাফাসংবলিত খাতগুলো বিনিয়োগকারীদের মনে জায়গা করে নিয়েছে।’

তিনি আরো জানান, ভবিষ্যতে ইটিএফ ও কমোডিটি মার্কেটের মতো আকর্ষণীয় প্রডাক্টগুলো পুঁজিবাজারে সংযুক্ত হওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ খাতের বিনিয়োগকে আরো আকর্ষণীয় করে তুলবে।

অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সামনে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল প্লাটফর্ম আই ব্রোকার, ট্রেড এক্সপ্রেসের বিভিন্ন ফিচারের ব্যবহার ও সুবিধাগুলো তুলে ধরেন ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মো. জাহাংগীর হোসেন। তিনি জানান, এ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা নিজস্ব মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে নিজের বিনিয়োগ নিজেই দেখভাল করতে পারবেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য মতামত প্রকাশের পাশাপাশি দেশব্যাপী লংকাবাংলা সিকিউরিটিজের নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান।

আরও