বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে সম্প্রতি সার্টিফায়েড সুপারভিশন স্পেশালিস্ট (সিএসএস) কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী এবং নির্বাহী পরিচালক ড. মো. কবির আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনসংশ্লিষ্ট নির্বাহী পরিচালক ও পরিচালকরা, ট্রেনিং একাডেমির অনুষদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি