এমপ্লয়ি ব্যাংকিং গ্রাহকদের জন্য ডিজিটাল ইনস্ট্যান্ট লোনের সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। দেশে প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল লোন চালুর এক বছরের মধ্যেই ১২ হাজারেরও বেশি লোন বিতরণ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি, যার পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি।
ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং গ্রাহকরা শুধু কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ১০-১৫ মিনিটের মধ্যেই লোনটি নিতে পারবেন। সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত এ লোন পরিশোধ করা যাবে সর্বোচ্চ ৩৬ মাসে।
এমপ্লয়ি ব্যাংকিং গ্রাহকরা ব্যাংকের ‘আস্থা’ অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় এ ডিজিটাল ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে লোনটি অনুমোদনপূর্বক ডিজবার্সমেন্টও পেয়ে যাবেন। —বিজ্ঞপ্তি