প্রশিক্ষণে মেজাজ হারিয়েছিলেন জিন

সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন বিটিএস তারকা জিন। বয় ব্যান্ড বিটিএসের তিনিই জ্যেষ্ঠ সদস্য।

সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন বিটিএস তারকা জিন। বয় ব্যান্ড বিটিএসের তিনিই জ্যেষ্ঠ সদস্য। সম্প্রতি উইভার্স ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে জানান, প্রশিক্ষণের একপর্যায়ে একজন সৈনিকের প্রতি ক্ষুব্ধ আচরণ করেছিলেন। কিন্তু তার পরও প্রশিক্ষণ শেষে ফিরে আসার সময় অশ্রুসজল চোখে সবাই তাকে বিদায় জানিয়েছিল। জিন বলেন, ‘বড়রা বিদায় নিলে এ রকমই হয়তো ছোটরা আবেগাক্রান্ত হয়।’ 

আরও