চীনে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর আইস পার্ক

উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর আইস পার্ক হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড পার্কের।

উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইনডোর আইস পার্ক হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড পার্কের। চীনের উত্তর-পূর্বাঞ্চলের হারবিন শহরে অবস্থিত এ আইস পার্কের আয়তন ২৩ হাজার ৮০০ বর্গমিটার। পার্কটির বাইরের তাপমাত্রা ২৯ ডিগ্রি ও ভেতরের তাপমাত্রা মাইনাস ৮-১২ ডিগ্রি সেলসিয়াস। এতে নয়টি থিমে ১৩টি ইন্টারেকটিভ প্রযুক্তি প্রকল্প স্থান পেয়েছে। সোংহুয়া নদী থেকে সংগৃহীত ২০ হাজার ঘনমিটার বরফ ব্যবহার করে অত্যাধুনিক আলো, শব্দ ও ইন্টারেক্টিভ প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে। সিএনএন

আরও