মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে আগুন, আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা শিশুসহ ৫ জন আহত হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা শিশুসহ ৫ জন আহত হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালের দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের সৌদি প্রবাসী সিকান্দার আলী (৬০) ও তার পরিবারের ৪ সদস্য। 

কাঁচপুর হাইওয়ে থানার এসআই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। শনির আখরার রায়েরবাগ এলাকার স্থানীয় একটি হাসপাতালে তারা চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩২২১৩) নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি রেজাউল হক জানান, খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও