অসুস্থ কন্যাকে সময় দিতে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার (১০ জুলাই) চীনের বেইজিংয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। চারদিনের সফরে সোমবার (৮ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান শেখ হাসিনা। সে হিসাবে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই রওনা হবেন সরকারপ্রধান।
সফর সংক্ষিপ্ত করার বিষয়ে বেইজিংয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী
ড. হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না
হয়ে প্রধানমন্ত্রী আজকে রাতে চাইনিজ সময় রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন।
এতে তার অফিশিয়াল যে কর্মসূচি সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি। শুধুমাত্র রাত্রিযাপন
করার ছিল, সেই রাত্রিযাপন না করে তিনি ঢাকায় ফেরত যাচ্ছেন। কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যিনি ডব্লিউএইচও
সাউথ-ইস্ট এশিয়ার রিজিওনাল ডিরেক্টর, তিনিও আসার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থতার
কারণে শেষ মুহূর্তে আসতে পারেননি। সোমবার সকালবেলায় আমাদের ফ্লাই করার দিন অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি হঠাৎ করে আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। আসলে
সফর সংক্ষিপ্ত নয়, উনি শুধুই এখানে (চীনে) রাতটা যাপন করার কথা ছিল, সেটি না করে ঢাকায়
তার অসুস্থ মেয়ের সঙ্গে মা হিসেবে রাতে সময় দেয়ার জন্য তিনি চলে যাচ্ছেন।