কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলা ব্লকেড কর্মসূচির ৪র্থ দিন আজ। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় এক সংবাদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা ১০ টায় টায় আন্দোলন শুরু হওয়ার কথা। কিন্তু একই সময় মধুর ক্যান্টিনে প্রোগ্রাম দিয়েছে ছাত্রলীগ। এ সময় বিভিন্ন হল থেকে স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনে আসতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ নেতার কাউকেই দেখা যায়নি মধুর ক্যান্টিনে।
অভিযোগ রয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীরা যখনই হল থেকে এসে জড়ো হবে ঠিক তখনই ডাকা হয় ছাত্রলীগের প্রোগ্রাম। প্রতিটি হল থেকে শিক্ষার্থীদেরকে জোর করে নিয়ে আসা হয় মধুর ক্যান্টিনে এমন অভিযোগও রয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিপক্ষে প্রথম থেকেই অবস্থান করছে ছাত্রলীগ। হলে হলে শিক্ষার্থীদের আটকে রাখার ঘটনাও ঘটেছে একাধিকবার। আজও কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে হলগুলো থেকে জোর করে শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।
এদিকে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।