বাংলাদেশের আধুনিক গানে নতুন এক ধারা এনেছিলেন হাবিব ওয়াহিদ। এখনো এ প্রজন্মের অনেকেই স্বপ্ন দেখেন, হাবিব ওয়াহিদের সুরে কিংবা তার সঙ্গে দ্বৈত গান গাইতে। সংগীতশিল্পী ও সুরকার ইমরানেরও স্বপ্ন ছিল হাবিবের সুরে গান গাইবার। তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ শিরোনামে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর আরো সাত-আটটি জিঙ্গেলে তার সুরে কণ্ঠ দেন। আবার হাবিব ওয়াহিদও ‘বোকা মন’ শিরোনামে কিছুদিন আগে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরানের সুরে। এ গানও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এ সময় আবার নতুন করে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন দুজন। এ নিয়ে ইমরান বলেন, ‘স্কুল-কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনেই সময় কেটেছে। তার গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর হাবিব ভাইয়ের সঙ্গে দেখা ও কথা হয়, তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। আমিও তাকে শ্রদ্ধা করতাম। একসময় আমাকে তিনি সিনেমায় প্লে-ব্যাক করালেন তারই সুরে।’
হাবিবের গান ও সুর নিয়ে তিনি বলেন, ‘তার সুর ও কণ্ঠের পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিকেল একটি ব্যাপার বলেই মনে হয়। হাবিবের কণ্ঠে গান শুনে এখনো ভীষণ আবেগী হয়ে উঠি। আয়াতের জন্মদিনে দেখা হলো, নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হলো। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারব, ইনশাআল্লাহ।’
এদিকে ইমরান জানান, শিগগিরই তিনি স্টেজ শো করতে জেদ্দা ও আমেরিকা যাবেন। সেখান থেকে শো শেষ করে দেশে ফিরে স্টেজ শোয়ে ব্যস্ত হয়ে উঠবেন। উল্লেখ্য, ‘বোকা মন’ গানটি রজত ঘোষের লেখা, ইমরান মাহমুদুলের সুর সংগীতে গানটি রঙ্গন মিউজিকে প্রকাশ হয়েছিল।