মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য—এ স্লোগানকে সামনে রেখে চন্দ্রকলা থিয়েটার পদক ২০২৪ প্রদান করা হলো। এর সঙ্গে ছিল ‘আজব বাক্স’ নাটকের ৩০০তম প্রদর্শনী। ৫ জুলাই শুক্রবার বিকাল ৫টায় চন্দ্রকলা থিয়েটার ঢাকা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের চন্দ্রকলা পদক ২০২৪ পেয়েছেন অভিনেতা মো. জাহাঙ্গীর আলম হৃদয়। তিনি চাঁদপুরের ছেলে। অভিনয়ের পাশাপাশি তিনি সাংবাদিক ও অন্যান্য সামাজিক কাজের সঙ্গে যুক্ত।
চন্দ্রকলা থিয়েটার পদক ২০২৪ রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়ের হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি মো. শাহনেওয়াজ, এইচআর অনিক।
মো. জাহাঙ্গীর আলম হৃদয় চন্দ্রকলা থিয়েটারসহ সব সাংস্কৃতিক সংগঠন, নাট্যকর্মী, গণমাধ্যম কর্মীদের তার সম্মাননা পদক উৎসর্গ করেন এবং চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান।