দুই বছরের জন্য সিএফএ সোসাইটি বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ জুলাই এ কমিটির মেয়াদ শুরু হয়। সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এজ এএমসি লিমিটেডের চেয়ারম্যান আসিফ খান। ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ট্রেজারি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. শাহিন ইকবালের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংকের হেড অব ট্রেজারি ও সিএফও মো. ইকবাল হোসেন। শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও কাজী মনিরুল ইসলাম সিএফএ সোসাইটির সেক্রেটারি ও ব্র্যাক ব্যাংকের ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান কাজী রাকিব-উল হক ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন। এছাড়া পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও মো. মনিরুজ্জামান, স্ট্যাডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট ব্যাংকিংয়ের নির্বাহী পরিচালক মাহতাব ওসমানী ও শান্তা সিকিউরিটিজের রিসার্চ ও স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের প্রধান এসএম গালিবুর রহমান। —বিজ্ঞপ্তি