চরকির সৌজন্যে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কাজী আসাদ। মঙ্গলবার ( ৯ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম চরকির কার্যালয়ে সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। ওটিটি প্লাটফর্মটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এরই মধ্যে দৃশ্যধারণের প্রস্তুতি শুরু হয়েছে।
এর আগে চরকি অরিজিনাল সিনেমা ‘দাগ’-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে মোশাররফ করিমকে। এ প্রথম চরকির কোনো অরিজিনাল সিরিজে দেখা যাবে তাকে।
সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘চরকির কনটেন্ট বরাবরই দারুণ ও চমকপ্রদ হয়। তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার। আর তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগও এসে গেল। চমৎকার এ সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুণ মেধাবী নির্মাতা আসাদের এ সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমার অনেকগুলো নির্মাণে মোশাররফ ভাই দারুণ ছিলেন, দর্শকনন্দিত হয়েছিলেন সেই সময়ে। এবার চরকির মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে, সেটা আমি নিশ্চিত।’
ওটিটি প্লাটফর্ম চরকির কার্যালয়ে সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। চরকির সৌজন্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোশাররফ করিম, নির্মাতা কাজী আসাদ, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ও হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জিসহ আরো অনেকে ছিলেন।