নিউইয়র্কের
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার লো-স্কোরিং ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী
ভারতের কাছে ৬ হারে হেরেছে পাকিস্তান। সেই শোক ভুলতে না ভুলতেই আজ ফের মাঠে বাবর আজমের দল। আজ মঙ্গলবার
টস জিতে কানাডাকে ব্যাটিং করতে পাঠিয়েছে গতবারের রানার্সআপ দলটি। কানাডার দলনায়ক সাদ
বিন জাফর বলেছেন, টস জিতলে তিনিও বোলিং বেছে নিতেন।
ভারতের
কাছে হেরে পাকিস্তানের সুপার এইটে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী
দেশ ও সহ-স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জয়ের
সম্ভাবনা জাগিয়েও তারা হেরে যায় ভারতের কাছে।
২
ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত, সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র।
আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়া কানাডার ঝুলিতেও দুই পয়েন্ট। পয়েন্ট পায়নি শুধু পাকিস্তান
ও আয়ারল্যান্ড। ‘এ’ গ্রুপের প্রতিটি দলই খেলেছে সমান দুটি করে ম্যাচ।
এরপরও
সুপার এইটের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ কানাডাকে ও ১৬ জুন আয়ারল্যান্ডকে হারাতে হবে
তাদের, সেই সঙ্গে অপেক্ষায় থাকতে হবে অন্য কিছু ম্যাচের ফল যেন তাদের পক্ষে আসে। যেমন,
আগামীকাল ভারতের কাছে ও ১৪ জুন আয়ারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্রকে টানা হারতে হবে।
ভারতের
কাছে হারের পর আজ একাদশ থেকে বাদ পড়েছেন ইফতিখার আহমেদ। তার জায়গায় একাদশে ঢুকেছেন
টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুব।
পাকিস্তান
একাদশ: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, উসমান খান, শাদাব
খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির।
কানাডা
একাদশ: অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পারগাত সিং, নিকোলাস কির্তন, শ্রেয়াস মোভা, রবীন্দ্রপাল
সিং, সাদ বিন জাফর (অধিনায়ক), ডিলন হেইলিগার, কলিম সানা, জুনায়েদ সিদ্দিক ও জেরেমি
গর্ডন।