চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ
শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ শুরু করলেও সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত
তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকাল পাঁচটার সময় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল গিয়ে
উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বণিক বার্তাকে জানান, ফিশারিঘাটে
খালে পড়ে দুই শিশু নিখোঁজের সংবাদ পেয়ে বিকাল পাঁচটায় আমরা ঘটনাস্থলে আসি। আমাদের
ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া
যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, দুই শিশু গোসল করতে খালে নামে। এ সময় একজন পানির স্রোতে
ভেসে যেতে লাগলে আরেক শিশু তাকে বাঁচাতে এগিয়ে যায়। সে সময় দুজনই পানির স্রোতে ভেসে
যায়। তাদের দুজনকে উদ্ধারে একজন চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। এরপর থেকে তাদের আর কোনো
হদিস পাওয়া যায়নি। আমরা তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি।