সরকারি অফিস সময়সূচিতে আগেই পরিবর্তন আনা হয়েছে। এবার ব্যাংক লেনদেনের
সময় আধাঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা ১৯ জুন থেকে কার্যকর হবে। নতুন সময়সূচি অনুযায়ী
ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এখন ব্যাংকগুলোয় সকাল ১০টা
থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যায়। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি
করে লেনদেনের নতুন সময়সূচির তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের অফিস সময়সূচি হবে
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। নতুন এ সূচি ১৯ জুন থেকে কার্যকর হবে। তবে সমুদ্রবন্দর,
স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদামতো সময়ে খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে
বলা হয়েছে।
আগে দেশে ব্যাংকের অফিস সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের নভেম্বরে এ সময়সূচিতে পরিবর্তন
আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে ব্যাংকের অফিস সময় এখন আবার আগের সূচিতেই
ফিরছে।