যুব কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ে সাতক্ষীরায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি মানসম্মত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।