কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের পর্দা উঠল। আসরে সম্মানসূচক পাম ডি’অর পুরস্কার দেয়া হলো তিনবার অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপকে। উপস্থিত দর্শক তখন দুই মিনিট দাঁড়িয়ে সম্মান নিবেদন করলে তিনি আপ্লুত হন। আনন্দের অশ্রুতে ভিজে সবাইকে ধন্যবাদ দেন বিপুল ভালোবাসার জন্য। এ সময় ফরাসি তারকা জুলিয়েট বিনোশ মেরিলকে ‘আন্তর্জাতিক সম্পদ’ হিসেবে আখ্যা দেন।
প্রায় পুরো সময় সবার চোখ ছিল মেরিল স্ট্রিপের দিকে। কান উৎসবে এ নিয়ে মাত্র দুবার দেখা গেল তাকে। এর আগে ১৯৮৯ সালে কানের ৪২তম আসরে ‘এভিল অ্যাঞ্জেলস’ চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এ তারকা। এতে নিজের শিশুসন্তান হত্যার জন্য অভিযুক্ত মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। পুরস্কার গ্রহণের পর দেয়া বক্তব্যে মেরিল বলেন, ‘বড় পর্দায় আমার কর্মজীবন দেখাটা অনেকটা ছিল বুলেট ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকানোর মতো। যেন জীবন আমাকে তারুণ্য ও মধ্যবয়স থেকে উড়িয়ে এনে আজকের রাতের এ অবস্থানে এনে দাঁড় করিয়েছে। পেছনে ফেলে আসা অনেক মুখ আর অনেক স্থান, আমি মনে করতে পারছি।’
শেষবার কানে থাকা নিয়ে মেরিল বলেন, ‘সে সময়ই আমি তিন সন্তানের মা। তখন আমার বয়স প্রায় ৪০। ভেবেছিলাম ক্যারিয়ার প্রায় শেষ। তখন একজন অভিনেত্রীর জন্য এটাই হওয়ার কথা ছিল। তার পরও আমি এ পর্যন্ত আসতে পেরেছি, তার বড় কারণ কিছু অসাধারণ মানুষের সঙ্গে কাজ করতে পারা। তাদের মধ্যে মাননীয় বিচারক গ্রেটা গারউইগও ছিলেন।’
গ্রেটা গারউইগের পরিচালিত লিটল উইম্যান সিনেমায় অভিনয় করেছেন মেরিল। সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পায়। বক্তব্যের শেষ দিকে মেরিল বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ যে আপনারা পর্দায় আমাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাননি। আমার মা প্রায় সব বিষয়েই ঠিক বলতে পারতেন। তিনি আমাকে বলেছিলেন, সবকিছুই খুব দ্রুত যায়। অনেক দ্রুত। সত্যিই দ্রুত চলে গেছে। সত্যিই সবকিছু দ্রুত যায়। কেবল আমার এ বক্তব্য বাদে, কারণ এটা খুব লম্বা।’
মেরিল স্ট্রিপের পাশাপাশি ‘স্টার ওয়ার্স’ সিনেমার জর্জ লুকাসও সম্মানসূচক পাম ডি’অর পাবেন। তবে সেটা কানের পর্দা নামার সময়।
সূত্র: ইয়ন