৮০০ কোটির বেশি খরচ করছেন নিতেশ

রামায়ণ থেকে সিনেমা নির্মাণ করছেন নিতেশ তিওয়ারি। অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ।

রামায়ণ থেকে সিনেমা নির্মাণ করছেন নিতেশ তিওয়ারি। অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। এ সিনেমার বাজেট আকাশছোঁয়া। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে সিনেমাটি নির্মাণে ৮০০ কোটি রুপির বেশি খরচ করছেন নির্মাতা। এটিই প্রথম ভারতীয় সিনেমা, যাতে ১০ কোটি ডলারের বেশি খরচ হচ্ছে। এর আগে ভারতে ৫০০-৬০০ কোটি রুপির সিনেমা হয়েছে। আর এবার রামায়ণের এক পর্বেই খরচ তার বেশি। 

আরও