ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইইউ

ইসরায়েলকে রাফাতে চালানো সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় বুধবার ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে ইসরাইলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এটি করতে ব্যর্থ হলে, এ ব্লকের (ইইউ) সঙ্গে দেশটির সম্পর্ক নষ্ট হবে। খবর ভয়েচ অব আমেরিকা ।

ইসরায়েলকে রাফাতে চালানো সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় বুধবার ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে ইসরাইলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এটি করতে ব্যর্থ হলে, এ ব্লকের (ইইউ) সঙ্গে দেশটির সম্পর্ক নষ্ট হবে। খবর ভয়েচ অব আমেরিকা ।

বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, ‘ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে, তা অনিবার্যভাবে ইসরাইলের সঙ্গে ইইউ’র সম্পর্কের ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরো ব্যাহত করছে এবং সেখানের লোকজন দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।’

ফিলিস্তিনের প্রধান সাহায্য দাতা এবং ইসরাইলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরায়েল রাফায় ও এর আশেপাশের ১০ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে- যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না- বলে জাতিসংঘ উল্লেখ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে তা করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।


আরও