ওস্তাদ মনসুরের আঁকা পাখির দুনিয়া

সতেরো শতকেই বিলুপ্ত হয়ে যায় ডোডো পাখি। হাঁসের মতো দেখতে পাখিটি আগে মরিশাস ও পূর্ব মাদাগাস্কারে ঘুরে বেড়াত।

সতেরো শতকেই বিলুপ্ত হয়ে যায় ডোডো পাখি। হাঁসের মতো দেখতে পাখিটি আগে মরিশাস ও পূর্ব মাদাগাস্কারে ঘুরে বেড়াত। বিলুপ্ত সে পাখিটি আসলে কেমন ছিল, স্বাভাবিকভাবে আজ জানার জো নেই। তবে সেটা সম্ভব করেছে চিত্রকলা। সমকালের দুজন প্রত্যক্ষদর্শী চিত্রকর এঁকেছেন ডোডো পাখির প্রতিকৃতি। তাদের একজন দিল্লির মানুষ ওস্তাদ মনসুর। শুধু ডোডো পাখি নয়, মোগল দরবারে থাকা এ শিল্পী এঁকেছেন হরেক কিসিমের পাখি ও ফুল।