আন্তর্জাতিক
টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৯তম বারের মতো পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে বিরাট কোহলির রেকর্ড
ভাঙলেন পাকিস্তান দলনায়ক বাবর আজম। আজ ডাবলিনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাবরের ৭৫
রানের ইনিংসে ভর করে আইরিশদের ৬ উইকেটে হারিয়ে ২-১-এ সিরিজ জিতে নেয় পাকিস্তান।
আগে
ব্যাট করতে নেমে অধিনায়ক লরকান টাকারের ফিফটিতে (৪১ বলে ৭৩) ভর করে ৭ উইকেটে ১৭৮ রান
তোলে আয়ারল্যান্ড। শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ৪৩ রানে
২টি উইকেট নেন আব্বাস আফ্রিদি।
জবাব
দিতে নেমে দলীয় ১৬ রানে সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান। এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ানের
১৩৯ রানের জুটিতে আইরিশদের সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। মাত্র ৭৪ বলের মোকবেলায় এই
রান করেন তারা। বাবর ৪২ বলে ৭৫ ও রিজওয়ান ৩৮ বলে ৫৬ রান করেন।