মার্কেন্টাইল ব্যাংক বন্ডের ১০% কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের চলতি বছরের ১৯ মে থেকে ১৮ নভেম্বর সময়ের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে।

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের চলতি বছরের ১৯ মে থেকে ১৮ নভেম্বর সময়ের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেয়া হবে। গতকাল অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে।

২০২৩ সালে বন্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর ইউনিট সংখ্যা এক লাখ। গত এক বছরে বন্ডটির ইউনিট দর ছিল ৪ হাজার ৮৫০ টাকা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৫তম কমিশন সভায় মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড অনুমোদন দেয়া হয়েছিল।

আরও