২০২২ সালে অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য ১৮৪ ব্যবসায়ীকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা দিয়েছে সরকার। এর মধ্যে রফতানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪০ ও বাণিজ্য খাতে অবদান রাখায় ৪৪ ব্যবসায়ীকে সিআইপি নির্বাচিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সিআইপি (রফতানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী তাদের নাম ঘোষণা করা হয়।
রফতানি খাতের মধ্যে কাঁচা পাট পণ্য খাতে নির্বাচিত সিআইপিরা হলেন পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ ও ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের ব্যবস্থাপনা সহযোগী গণেশ চন্দ্র সাহা, পাটজাত দ্রব্য খাতে এককভাবে নির্বাচিত হয়েছেন আকিজ জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান ও রহমান জুট স্পিনার্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান। পাটজাত দ্রব্য খাতে দলীয়ভাবে নির্বাচিত হয়েছেন জনতা জুট মিলস লিমিটেডের ও সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন, চামড়াজাত দ্রব্যে বে-ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিমুজ্জামান, পিকার্ড বাংলাদেশের লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক অমৃতা মাকিন ইসলাম, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন মজুমদার, বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ টিপু সুলতান ও জিহান ফুটওয়্যার (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা আহম্মেদ রনি।
হিমায়িত খাদ্যপণ্যে ফ্রেশ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুর রহমান, এমএমইউ সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস, বিডি সি ফুড লিমিটেডের চেয়ারম্যান তাফহীম আল-আজমী ও এটলাস সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম মিজানুর রহমান।
ওভেন গার্মেন্টস পণ্যে এককভাবে নির্বাচিতরা হলেন রিফাত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, তারাশিমা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী, অনন্ত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান, মেসার্স বিগ বস করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন কাজী, উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন খান, অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহীর, স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাজিরুল শোভন ইসলাম, সাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা নাসরিন আজীম, স্টারলিং স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ, ডেবনেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান, লায়লা স্টাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরানুর রহমান, এমবিএম গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম রহমান, তুসুকা ট্রাউজারস লিমিটেডের পরিচালক ফিরোজ আলম, শারমিন অ্যাপারেলস (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মোহাম্মাদ ইসমাইল হোসেন ও নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডা. (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মো. খসরু চৌধুরী।
ওভেন গার্মেন্টস পণ্যে দলীয়ভাবে নির্বাচিত হয়েছেন গোল্ডস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হোসেন।
কৃষিজাত দ্রব্যের একক সিআইপিরা হলেন ইনডিগো করপোরেশনের স্বত্বাধিকারী ফারুক আহমেদ, মনসুর জেনারেল ট্রেডিং কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনসুর, মেসার্স তাসফিক ইন্টারন্যাশনালের মালিক মো. শফিকুর রহমান, মেসার্স এসআর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফোরকান ও হেরিটেজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু শাহরিয়ার।
এগ্রো প্রসেসিং দ্রব্য খাতে প্রাণ ডেইরি লিমিটেডের পরিচালক আহসান খান চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, কিষোয়ান স্ন্যাকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম, সবজিয়ানা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বদরুল হায়দার চৌধুরী ও প্রমি এগ্রো ফুডস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হাসান খান।
লাইট ইঞ্জিনিয়ারিং প্রডাক্টস খাতে মেসার্স ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, এম অ্যান্ড ইউ সাইকেলস লিমিটেডের চেয়ারম্যান মশিউর রহমান ভূঁইয়া, মেসার্স ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টস লিমিটেডের পরিচালক রাশিকুর রহমান মাহিন ও আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।
ফার্মাসিউটিক্যাল পণ্যে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ও বিকন মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল করিম।
হস্তশিল্পজাত পণ্যে কারুপণ্য রংপুর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল আলম সেলিম, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্টস বিডির স্বত্বাধিকারী মো. তৌহিদ বিন আবদুস সালাম, কোর-দ্য জুট ওয়ার্কসের পরিচালক বার্থা গীতি বাড়ৈ, অপরাজেয় লিমিটেডের এমডি কাজী মো. মনির হোসেন।
স্পেশালাইজড টেক্সটাইল পণ্যে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেডের এমডি এএসএম রফিকুল ইসলাম নোমান, এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ) লিমিটেডের এমডি মাসুদ দাউদ আকবানী, নোমান টেরিটাওয়েল মিলস লিমিটেডের মনোনীত পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তালহা ও মমটেক্স এক্সপো লিমিটেডের এমডি রিয়াজুল ইসলাম।
নিটওয়্যার গার্মেন্টস খাতে লিবার্টি নিটওয়্যার লিমিটেডের এমডি মো. শামসুজ্জামান, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজের এমডি মো. গোলাম মুস্তফা, স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক তপন চৌধুরী, ফকির অ্যাপারেলস লিমিটেডের পরিচালক ফকির মনিরুজ্জামান, ইপিলিয়ন স্টাইল লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল-মামুন, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের এমডি জুয়াং লিফেং, পাইওনিয়ার নিটওয়ার্সের পরিচালক আসমা বেগম, ফকির নিটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান, কটন ক্লাব (বিডি) লিমিটেডের পরিচালক মো. জুবায়ের মন্ডল, ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান, ডার্ড কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, মাল্টি ফ্যাবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহ ফারুকী, এমএম নিটওয়্যার লিমিটেডের এমডি মো. মফিজুল ইসলাম, ডিভাইন ইন্টিমেটস লিমিটেডের এমডি গাওহার সিরাজ জামিল, মেঘনা নিট কম্পোজিট লিমিটেডের এমডি মোখলেছুর রহমান, ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন আহমেদ, আদুরী অ্যাপারেলস লিমিটেডের এমডি আবদুল কাদির মোল্লা, ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেডের এমডি মিজানুর রহমান, গ্রাফিকস টেক্সটাইলস লিমিটেডের এমডি নাজীব মালেক চৌধুরী, কম্পটেক্স বাংলাদেশ লিমিটেডের এমডি রবিন রাজন সাখাওয়াত, আলীম নিট (বিডি) লিমিটেডের পরিচালক মোমেনা খাতুন, তাকওয়া ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ সালমান, মেসার্স আহসান কম্পোজিট লিমিটেডের পরিচালক এম ইসফাক আহসান, লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং লিমিটেডের চেয়ারম্যান সু লিজিং, ডিবিএল গ্রুপের পরিচালক মোহাম্মদ আব্দুর কাদের, নাফা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস সিকদার, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান, মাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরিফ বিল্লাহ, মেট্রো নিটিং অ্যান্ড ডায়িং মিলস লিমিটেডের এমডি অমল পোদ্দার, এসকিউ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক, স্টারলাইট গ্রুপের এমডি সুলতানা জাহান, হান্নান গ্রুপের এমডি এবিএম সামছুদ্দিন ও রিটজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী।
সিরামিক পণ্যে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সিইও মোহাম্মদ হুমায়ূন কবির সিআইপি নির্বাচিত হয়েছেন। এদিকে প্লাস্টিকজাত পণ্যে সিআইপি হয়েছেন পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের এমডি মোহাম্মদ আবদুল কাইয়ুম, দাদা ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেডের এমডি রথীন্দ্র নাথ পাল ও বেঙ্গল গ্রুপের এমডি জসিম উদ্দীন।
টেক্সটাইল (ফেব্রিকস) খাতে সিআইপি হয়েছেন হা-মীম ডেনিম লিমিটেডের পরিচালক মো. মোতালেব হোসেন, এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ আকিজ টেক্সটাইল মিলসের পরিচালক শেখ জামিল উদ্দিন, প্যারামাউন্ট টেক্সটাইলের এমডি সাখাওয়াত হোসেন, ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিংয়ের চেয়ারম্যান সাহারা চৌধুরী, নোমান উইভিং মিলস লিমিটেডের সুফিয়া খাতুন ও এনজেড ডেনিম লিমিটেডের চেয়ারম্যান মো. সালেউদ জামান খান।
কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সেবা ও ডাটা প্রসেসিং খাতে সিআইপি হয়েছেন সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম ও গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান আহমেদ রাজীব সামদানী। আসবাবপত্র খাতে সিআইপি হয়েছেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের এমডি সেলিম এইচ রহমান।
এছাড়া বিবিধ খাতে সিআইপি নির্বাচিত হয়েছেন স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যাকসন্স স্পিনিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, জোবায়ের স্পিনিং মিলসের এমডি আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের, মেসার্স ভিয়েলাটেক্স স্পিনিংয়ের পরিচালক আমির হাসনাত, মনট্রিমস লিমিটেডের পরিচালক আছাদুর রহমান সিকদার, তালহা স্পিনিং মিলসের এমডি মো. নুরুল ইসলাম, সাম রি ডাইং (বিডি) লিমিটেডের চেয়ারম্যান রানা শফিউল্লাহ, সিআরসি টেক্সটাইল মিলস্ লিমিটেডের এমডি সুকুমার রায়, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক ও সিইও মো. রবিউল আলম, মেরিন সেফটি সিস্টেমের ব্যবস্থাপনা অংশীদার গাজী মোকাররম আলী চৌধুরী, তামিশনা সিনথেটিকস লিমিটেডের পরিচালক বুশরা বিনতে আলম, ইউনিয়ন লেবেল অ্যান্ড অ্যাকসেসরিজের এমডি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, মেসার্স ইউনিগ্রোরি পেপার অ্যান্ড প্যাকেজিংয়ের এমডি মোহাম্মদ মুশতাক আহমেদ তানভীর, মাসকো এক্সপোর্টস লিমিটেডের চেয়ারম্যান ফাহিমা আক্তার, ইটাফিল অ্যাকসেসরিজ লিমিটেডের পরিচালক নাওয়ীদ আলম চৌধুরী, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের এমডি মো. পারভেজ রহমান, পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের পরিচালক আব্দুর রহিম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি গোলাম মুর্শেদ, জিএমএস ট্রিমস লিমিটেডের এমডি শামসুল আরেফিন, অ্যাডভান্স ফ্লাক্সোপ্যাক ইন্ডাস্ট্রিজের প্রোপ্রাইটর মো. আনোয়ার হোসেন, বিএসআরএম স্টিলস লিমিটেডের এমডি আমের আলী হুসাইন, তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, মেসার্স মনির ট্রেডিংয়ের প্রোপ্রাইটর মো. মনির হোসেন, হেয়ার স্টাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. শাহীন রেজা, আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজের এমডি মো. মজিবুর রহমান, বাদশা গ্রুপের এমডি মো. বাদশা মিয়া ও ডিবিএল গ্রুপের এমডি মোহাম্মদ আব্দুল জাব্বার।
ইপিজেডভুক্ত সি ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন প্যাসিফিক জিন্স লিমিটেডের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর, শাশা ডেনিমস লিমিটেডের এমডি শামস মাহমুদ, ফারদীন অ্যাকসেসরিজ লিমিটেডের চেয়ারম্যান মো. ওমর ফারুক, স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের পরিচালক দেলোয়ার হোসেন মজুমদার (মাসুক) ও ইউনিটি স্টাইল অ্যান্ড অ্যাকসেসরিজের চেয়ারম্যান মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী।
সিআইপি (ট্রেড) শ্রেণীতে মোট ৪৪ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে এফবিসিসিআইয়ের নির্বাচিতরা হলেন সালাউদ্দিন আলমগীর, এমএ রাজ্জাক খান, দিলীপ কুমার আগরওয়ালা, গোলাম মোহাম্মদ আলমগীর, মো. আনোয়ার সাদাত সরকার, মো. রেজাউল করিম, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান, বিজয় কুমার কেজরিওয়াল, মো. শাহ জালাল, মোহাম্মদ ইকবাল শাহরিয়ার, খান আহমেদ শুভ, মো. মাসুদুর রহমান, গাজী গোলাম আশরিয়া, এস এম জাহাঙ্গির আলম ও মো. আলি হোসেন শিশির, এমএ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী, মো. জামাল উদ্দিন, আবু মোতালেব, হারুন-অর-রশীদ, নাদিয়া বিনতে আমিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আমজাদ হোসেন, এমজিআর নাসির মজুমদার, মো. শাহীন আহমেদ, কাজী এরতেজা হোসেন ও মো. আসলাম সেরনিয়াবাত।
সিআইপির তালিকায় আরও আছেন মোস্তফা আজাদ চৌধুরী, আবুল কাশেম খান, মোহাম্মদ নুরুন নেওয়াজ, মো. শামসুজ্জামান, কাজী আমিনুল হক, সেরনিয়াবাদ মাঈনউদ্দিন আবদুল্লাহ, যশোদা জীবন দেবনাথ, আনোয়ার উল আলম চৌধুরী, মো. আমিন উল্লাহ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, এসএম শফিউজ্জামান, মো. নজরুল ইসলাম মজুমদার, একেএম মনিরুল হক ও একেএম সেলিম ওসমান।