ঘুমন্ত পুত্রকে কুপিয়ে হত্যা, বাবা আটক

গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত পুত্রকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো

গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত পুত্রকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গতকাল সকালে কালীগঞ্জের জামালপুর পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম কাউছার বাগমার (২৩)। তার বাবা আব্দুর রশিদ বাগমার (৬৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউছার মাদকাসক্ত হয়ে পড়ায় অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করেন বাবা। 

আরও