কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে টাকা লুট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে অর্থ লুটের ঘটনা ঘটেছে। লুট হওয়া অর্থের পরিমাণ পাঁচ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা। ঘটনা নিশ্চিত করেছেন এজেন্ট ব্যাংক ইনচার্জ শামসুল আলম।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে অর্থ লুটের ঘটনা ঘটেছে। লুট হওয়া অর্থের পরিমাণ পাঁচ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা। ঘটনা নিশ্চিত করেছেন এজেন্ট ব্যাংক ইনচার্জ শামসুল আলম।

তিনি পুলিশকে জানিয়েছেন, অফিসের জানালার গ্রিল কেটে এ ঘটনা ঘটেছে। একই সঙ্গে অফিসের কম্পিউটার, সিসিটিভি, ডিভাইসসহ আরো বেশকিছু মালামাল চুরি হয়েছে।

তিনি বলেন, আগের দিন কার্যক্রম শেষ করে তালা দিয়ে চলে যান। বুধবার (৩ মার্চ) সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে তাদের।

এজেন্ট শাখাটি কুমারখালী শাখার নিয়ন্ত্রণে। সেখানে তিনজন কর্মরত রয়েছেন। কুমারখালী শাখার ফার্স্ট এ্যসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন জায়গাটি যথেষ্ট নিরাপদ ছিল। তারপরও কীভাবে ঘটনাটি ঘটল সেটি তদন্ত করে দেখা হোক।

ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বলেন, খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা এটি। উর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে অবহিত করেছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষও একটি তদন্ত কমিটি করবে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

আরও