বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী দুই দলের অধিনায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও অস্ট্রেলিয়া জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তাদের দলের জার্সি তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী দুই দলের অধিনায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও অস্ট্রেলিয়া জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তাদের দলের জার্সি তুলে দেন। এই জার্সিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়দের সবার সাক্ষর ছিল। সাক্ষাত শেষে দুই দলের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ছবি তোলেন।

 

এ সময় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এবং বিসিবির নারী উইংয়ের চেয়ারপার্সন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন।