রুমার পর এবার বান্দরবানের থানচির দুই ব্যাংকে ডাকাতি

বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। 

থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে থানচি সদরের শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে চলে যায়। এরপর তারা আবার ওই তিন গাড়িতে করে শাহজাহানপুরের দিকে চলে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বণিক বার্তাকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে  বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া যায়।

আরও