সুন্দরবনের খাল থেকে বাঘের ভাসমান মৃতদেহ উদ্ধার

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মৃত বাঘটিকে পরে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়। মৃত্যুর কারণ জানতে বাঘটির ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ বিভাগের একটি টিম সুন্দরবনে যাওয়ার কথা রয়েছে ।  

এ প্রসঙ্গে খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া বাঘটি কিভাবে মারা গেল, বাঘের বয়সসহ অন্যান্য বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলে জানান এই কর্মকর্তা।

আরও