মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত মালবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। নিহতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাফেজ ও শহিদুল ।
আজ মঙ্গলবার
(১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায়
ঢাকামুখী লেনে মাছবাহী পিকআপের চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় গুরুতর আহতদের ফায়ার সার্ভিস
ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, দুর্ঘটনার
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মুমূর্ষু অবস্থায় ৭ যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে ২ জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।