রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ায় প্রতিবন্ধী এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

কক্সবাজারের উখিয়ায় প্রতিবন্ধী এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে বলে ১৪ এপিবিএনের সহঅধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল জানান। নিহত মো. আসাদুল্লাহ (৩৫) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা শিবিরের মৃত মো. ছিদ্দিকের ছেলে।

আরেফিন জুয়েল জানান, রাতে লাল পাহাড়ের পথ দিয়ে ১০-১৫ ব্যক্তি আসাদুল্লাহকে তুলে নিয়ে যায়। পরে কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করা হয়। তারা জানায়, প্রতিপক্ষকে তথ্য দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আরও