সুপারবোলে এল ডেডপুল ও উলভারিন

মার্ভেলের এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ডেডপুল থ্রি। রায়ান রেনল্ডসের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন হিউ জ্যাকম্যান।

মার্ভেলের এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ডেডপুল থ্রি। রায়ান রেনল্ডসের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন হিউ জ্যাকম্যান। সুপারবোলে মুক্তি পেয়েছে সিনেমার প্রথম টিজার। ২ মিনিট ২৫ সেকেন্ডের টিজারটি ডেডপুলকেই কেন্দ্রে রেখেছে, উলভারিনকে দেখানো হয়নি। তবে টিজারেই বুঝিয়ে দেয়া হয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এ সিনেমার মধ্য দিয়ে নতুন মোড় নিতে যাচ্ছে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মুক্তি পাবে আগামী ২৬ জুলাই।

আরও