বিসিবি অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের হার না মানা ইনিংস খেলেছেন বিকেএসপির ওপেনার রিফাত বেগ। এটি বিসিবির অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি।

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের হার না মানা ইনিংস খেলেছেন বিকেএসপির ওপেনার রিফাত বেগ। এটি বিসিবির অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি।

 

রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৪৩ রানে অলআউট ঢাকা মেট্রো। জবাবে রিফাত বেগের ট্রিপল সেঞ্চুরিতে ভর করে বিকেএসপি ১৫৮.৩ ওভার ব্যাট করে অলআউট হয়েছে ৫৪৯ রান তুলে। বিকেএসপি প্রথম ইনিংসে ৩৯৪ রানে এগিয়ে থাকে।

 

রিফাত বেগ তার রেকর্ড গড়া ৪৮৩ বলের ইনিংসে ২৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরেছেন। তিনি উইকেটে ছিলেন ১০ ঘণ্টা ৫০ মিনিট! রিফাত ম্যাচের সেঞ্চুরি করেন ১৯৮ বলে। গতকাল শনিবার ৩৩৫ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। আজ রোববার তৃতীয় দিন ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছান ৪৬৮ বলে। তার ব্যাটে ভর করেই ম্যাচে কর্তৃত্ব করছে বিকেএসপি। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করে ওপেনার ফাহিম মুনতাসির। এছাড়া ইয়াসিন আরাফাত করেন ৪৫ রান।

 

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৪৫ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে তারা। ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন ২৬১ রান।

আরও