বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে কাছাকাছি বেথৈর তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে কাছাকাছি বেথৈর তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম।

তিনি বলেন, ভোররাতে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস। টাঙ্গাইল রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ের সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা হয়েছে। 

আরও