ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সদর উপজেলার টাঙন ব্যারাজ প্রকল্প এলাকায় এক কৃষকের ফসল কাটার মাধ্যমে কর্মসূচি অনুষ্ঠিত হয়। টাঙন ব্যারাজ সেচ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন আবাদে সম্পূরক সেচ দেয়া হয়েছে। এতে ৯ হাজার ১০০ টন ধান উৎপাদন হয়েছে।