লংকাবাংলা সিকিউরিটিজ ও সিআইইউয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব প্রতিষ্ঠার লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব প্রতিষ্ঠার লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, সিআইইউ বিজনেস স্কুলের ডিন, লংকাবাংলা সিকিউরিটিজের চিফ এক্সিকিউটিভ অফিসার, চট্টগ্রাম রিজিয়নের প্রধান এবং চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সব শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের চিফ এক্সিকিউটিভ অফিসার খন্দকার সাফ্ফাত রেজা বলেন, ‘‌সিআইইউয়ের সঙ্গে এ অংশীদারত্ব আমাদের নতুন প্রজন্মের নলেজ বেসড ইনভেস্টর গড়ে তোলার লক্ষ্যের গতিকে আরো ত্বরান্বিত করবে।’ এতে আরো বক্তব্য দেন লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রাম রিজিয়নের প্রধান মো. আমির হোসেন। —বিজ্ঞপ্তি

আরও