ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংস্কারে ৬ লাখ টাকা অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. নাজমুন নাহারের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এদিকে ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আল আমিনের চিকিৎসা সহায়তায় ৫ লাখ টাকার অনুদান দিয়েছে ব্যাংকটি। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও গোলাম আউলিয়া, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।