আজ ‘‌আদিম’ নিয়ে দৃকে যুবরাজ শামীম

আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা সিনেমা আদিম। গত ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা সিনেমা আদিম। গত ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দেশের দর্শক ও সিনেমা সমালোচকদের প্রশংসা পায় যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এবার দৃক গ্যালারিতে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী করা হচ্ছে।

রাজধানী ঢাকার দৃক গ্যালারিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আদিম দেখানো হবে বলে জানিয়েছেন যুবরাজ শামীম। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ‘ডিরেক্টরস টক’ নামে একটি ইভেন্টও রয়েছে। যেখানে সিনেমা নিয়ে কৌতূহলী দর্শকের প্রশ্নের উত্তর দিতে উপস্থিত থাকবেন নির্মাতা। এর আগে জুলাইয়ে বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে মস্কোজয়ী আদিম দেখানো হয়েছিল। এছাড়া বিকল্প ব্যবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিনেমাটির প্রদর্শনী হয়েছে। 

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়ে প্রশংসা কুড়ায় আদিম। মস্কোর আসরে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ও জিতে নেন আদিম নির্মাতা যুবরাজ শামীম। বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবের মূল বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী নির্মাতাকে পরের বছরের উৎসবে জুরি নির্বাচন করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সে ধারাবাহিকতায় চলতি বছরে আয়োজিত ৪৫তম মস্কো চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়ে উৎসবে উপস্থিত ছিলেন এ নির্মাতা। 

গণঅর্থায়নে নির্মিত সিনেমা আদিম। এর কাজ করতে গিয়ে নানা আর্থিক জটিলতার মধ্য দিয়ে গেছেন যুবরাজ শামীম। সিনেমাটির নির্মাণ বিষয়ে অর্থায়নের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে, এর শেয়ার বিক্রি করে ২০১৮ সালে শুটিং শুরু হয়েছিল। সিনেমাটির গল্পটা টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির বাসিন্দাদের নিয়ে। এতে অভিনয়ও করেছেন বস্তির বাসিন্দারাই। এমনকি নিখুঁতভাবে তুলে ধরতে সাত মাস বস্তিতে ছিলেন যুবরাজ শামীম।

আরও