দীর্ঘ সময় পর বড় পর্দায় দেখা মিলল সানি দেওলের। ‘গদর টু’ দিয়ে ফিরেছেন এ অভিনেতা। আর ফিরতেই সাফল্য। বক্স অফিসে গদর টুয়ের আয় ৫১১ কোটি রুপি। সিনেমাটির সাফল্যের পর নতুন করে আলোচনায় এসেছেন সানি দেওল। প্রায় সময় সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন এ অভিনেতা।
সম্প্রতি সানি দেওল তার ছোটবেলার ‘ডিসলেক্সিক’ থাকার বিষয়ে কথা বলেন। একটি পডকাস্ট শোয়ে তিনি ‘ডিসলেক্সিয়া’ নিয়ে জানান, পড়াশোনায় ভালো স্কোর না থাকায় ভালো করার জন্য প্রায়ই মার খেতে হতো তাকে। কিন্তু আসলে সমস্যা কী, সেটা কেউ বুঝত না। ওই সময় ডিসলেক্সিয়া বলতে কী বোঝায় তা কেউই জানত না। সানি জানান, একটা সময় ছিল যে নিজের সমস্যা নিয়ে তিনি এতটাই ঘাবড়ে থাকতেন যে মানুষের সঙ্গে কথা বলতেও ভয় হতো।
সানি দেওল বলেন, ‘চার দশকের ক্যারিয়ারে কোনো সিনেমার স্ক্রিপ্ট পড়িনি আমি। কেউ যদি চরিত্রের বর্ণনা করে দেন, তবেই বেশ সুবিধা হয় আমার জন্য।’
ডিসলেক্সিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ শব্দসংক্রান্ত সমস্যা। এটি মূলত একটি স্নায়বিক অসামঞ্জস্যতা। এর কারণে ভাষা শেখার ও ব্যবহার করার যে মূল দক্ষতা তা অর্জন করা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা প্রকাশ পায় মূলত লেখা ও লিখিত কোনো অংশের পাঠোদ্ধার করার সময়। কারণ যার এ সমস্যা রয়েছে তার পক্ষে সঠিকভাবে ধ্বনি ও বর্ণের সমন্বয় করা সম্ভব হয় না। খুব সহজ ভাষায় বলতে গেলে, এ সমস্যায় আক্রান্ত ব্যক্তির লিখতে ও পড়তে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়।
টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘আপ কি আদালত’-এর সর্বশেষ পর্বে হাজির হয়েছিলেন সানি দেওল। সেখানে তাকে তার ডিসলেক্সিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে সানি বলেন, ‘আমি কখনো স্ক্রিপ্ট পড়িনি, কারণ আমি পড়তে পারিনি। আমি কখনো সংলাপ পড়িনি। কিন্তু আমি সেগুলো অনুভব করি। যখন কোনো পরিচালক আমাকে স্ক্রিপ্ট দেন, আমি পড়ি না। আমি প্রায়ই তাদের বর্ণনা করতে বলি। আমার কাছে, তারা আমাকে যা বলতে চায় বলুক। তারপর আমি আমার নিজস্ব স্টাইলে বুঝে নিই।’
নিজের সমস্যা নিয়ে বলতে গিয়ে সানি আরো বলেন, ‘আমি যদি সংলাপগুলো শুনি, তাহলে আমার পক্ষে পড়া সহজ হয়ে যায়। আমি শব্দগুলো আরো ভালোভাবে বুঝতে পারি। এটি আমার পক্ষে সহজ হয়ে যায়। দিনের শেষে, সংলাপগুলো এমনভাবে কথা বলে, যা আরো ব্যক্তিগত মনে হয়।’
বর্তমানে গদর টু সিনেমাটি নিয়ে বি টাউনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সানি দেওল। তিনি জীবনের নানা অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করছেন এ সময়। গদর টু সিনেমার প্রথম কিস্তি ‘গদর’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে। ভারতের তারা সিংহ ও পাকিস্তানের ‘শাকিনার প্রেমকাহিনি’ জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। বক্স অফিসে ব্যবসার নিরিখেও খারাপ ফল করেনি সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত সে সিনেমা। তার প্রায় ২২ বছর পর মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা গদর টু।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস