সিপিডিএল করিমস আরণ্যক প্রকল্পের নির্মাণকাজ শুরু

চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা এসএস খালেদ রোডে আসকারদীঘির পূর্ব পাড় এলাকায় সিপিডিএল করিমস আরণ্যক প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা এসএস খালেদ রোডে আসকারদীঘির পূর্ব পাড় এলাকায় সিপিডিএল করিমস আরণ্যক প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। গত ৩০ আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী (চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টরস, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড), শৈবাল দাশ সুমন (২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর, চসিক), ইঞ্জিনিয়ার মো. জয়নাল আবেদীন (অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, সিডিএ)। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সিপিডিএল পরিবারের সদস্যরা। —বিজ্ঞপ্তি

আরও