জার্মানিতে বড় ধরনের বিনিয়োগের পথে হাঁটছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি ইন্টেল করপোরেশন। ইউরোপে বাজার সম্প্রসারণের লক্ষ্যে জার্মানির ম্যাগডেবার্গে দুটি চিপ কারখানা নির্মাণে ৩ হাজার কোটি ইউরো বা ৩ হাজার ৩০০ কোটি ডলার ব্যয় করবে নির্মাতা কোম্পানিটি। জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ এ বিনিয়োগকে জার্মানির সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ হিসেবে স্বাগত জানিয়েছেন। খবর রয়টার্স।
জার্মানির পূর্বাঞ্চলীয় শহরে উন্নত মানের দুটি কারখানা স্থাপনের জন্য মার্কিন চিপ নির্মাতাকে ১ হাজার কোটি ইউরো ভর্তুকি দিতে সম্মত হয়েছে দেশটি। জার্মানি ও ইইউতে টেকসই, যুগান্তরী সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের সুযোগ পেয়ে ইন্টেল সিইও প্যাট গেলসিঙ্গার দেশটির সরকার এবং স্যাক্সনি-অ্যানহল্ট রাজ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইন্টেল তার প্রতিযোগী কোম্পানি এএমডি, এনভিডিয়া ও স্যামসাংয়ের সঙ্গে চিপ নির্মাণের ক্ষেত্রে আধিপত্য পুনরুদ্ধারে বিনিয়োগ করছে শত শত কোটি টাকা। বর্তমানে ইন্টেলের কারখানা নির্মিত হচ্ছে তিনটি মহাদেশজুড়ে। জার্মানির এ চুক্তি চারদিনের মধ্যে বড় তিনটি চুক্তির একটি। গত শুক্রবার পোল্যান্ডের সঙ্গে ৪৬০ কোটি ডলার এবং রোববার ইসরায়েলে ২ হাজার ৫০০ কোটি ডলারের কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
২০২১ সালে ৬০ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বাজার বৈশ্বিকভাবে ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের শিল্পে পরিণত হবে। এমনটাই পূর্বাভাস দেয়া হয়েছে ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক কোম্পানি ম্যাককিন্সির পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয়ই রাষ্ট্রীয় ভর্তুকি আর অনুকূল আইনের মাধ্যমে বড় বড় শিল্পপ্রতিষ্ঠানকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সে বিবেচনায় বিনিয়োগ কেন্দ্র হিসেবে আবেদন হারানোর বিষয়ে চিন্তিত জার্মানি।
কেননা দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ওপর নির্ভরতার ফলে চিপের সাপ্লাই চেইনের বাজার বর্তমানে অস্থিতিশীল। বার্লিন সরকার প্রযুক্তি সংস্থাগুলোকে আকৃষ্ট করতে শত শত কোটি ইউরো ভর্তুকি দিচ্ছে।
বার্লিন তাইওয়ানের টিএসএমসি এবং সুইডেনের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি প্রস্তুতকারক নর্থভোল্টের সঙ্গে জার্মানিতে উৎপাদন কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করছে। এরই মধ্যে টেসলা জার্মানিতে প্রথম ইউরোপীয় গিগাফ্যাক্টরি তৈরি করতে রাজি হয়েছে।৷
ইউরোপীয় কমিশনের ভর্তুকি প্যাকেজের অনুমোদনের চার-পাঁচ বছর পর ম্যাগডেবার্গে প্রথম কারখানাটি চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রথম কারখানার ফলেই প্রায় সাত হাজার নির্মাণ সম্পর্কিত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া ইন্টেলে প্রায় তিন হাজার প্রযুক্তিবিষয়ক উচ্চপর্যায়ের চাকরি এবং পুরো শিল্পজুড়ে কয়েক হাজার চাকরির সৃষ্টি হবে বলে মনে করে মার্কিন চিপ নির্মাতাটি।
ইন্টেল গত বছর জার্মানিতে বড় চিপ কমপ্লেক্স নির্মাণ এবং আয়ারল্যান্ড ও ফ্রান্সে কারখানা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিল। কারণ, ইন্টেল ইউরোপীয় কমিশনের সহজতর তহবিল বিধি এবং ভর্তুকি কাজে লাগাতে চায়। অন্যদিকে ইইউ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও এশিয়ান চিপ নির্মাতাদের ওপর থেকে নির্ভরতা কমানোর।