বিদেশে প্রভু নেই, আমাদের বন্ধু আছে —ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকারের অসন্তুষ্ট বা মাথাব্যথা হওয়ার কোনো কারণ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‌বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে।’

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকারের অসন্তুষ্ট বা মাথাব্যথা হওয়ার কোনো কারণ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‌বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘‌বঙ্গবন্ধুর বিদেশে কোনো প্রভু ছিল না, শেখ হাসিনারও নেই। তবে সহযোগিতা করার মতো বন্ধু আমাদের আছে। একাত্তরে আমাদের বন্ধু দরকার ছিল, আমরা পেয়েছি। যারা শত্রুতা করার তারা করেছে। কিন্তু আমাদের লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি। বাধা দিয়ে কেউ কিছুই করতে পারেনি।’

বিএনপি ভিসা নীতি নিয়ে নাটক সাজাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘‌এ ভিসা নীতিতে বলা হচ্ছে যে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু করার পথে কেউ যেন অন্তরায় বা বাধা দিতে না পারে সেজন্য। কাজেই এ ভিসা নীতি নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই।’

আওয়ামী লীগ সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্র প্রস্তুত করছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘‌আমরা তো অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছি। এজন্য বাংলাদেশের ইতিহাসে প্রথম আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন শেখ হাসিনা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র আমরা প্রস্তুত করছি। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।’

বৈশ্বিক সংকটে বিভিন্ন দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, ‘‌বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশে যাচ্ছেন। বন্ধুরাষ্ট্রগুলোর বাংলাদেশে যে সহযোগিতার আশ্বাস এটা বিএনপির অন্তর্জ্বালার কারণ।’

তিনি যোগ করেন, ‘‌বাংলাদেশের জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে পারে না। এরা তাকিয়ে থাকে বিদেশীদের কাছে নালিশ করতে। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা বলে চাতকের মতো কত অপেক্ষা। অবশেষে কী নিষেধাজ্ঞা এল! ভিসা নীতি। এতে সরকারের কী হলো? কিছুই হলো না।’

এ সময় গাজীপুরের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চিত্র তুলে ধরে কাদের বলেন, ‘‌গাজীপুরে আমরা হেরে গেছি, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ ভোট দিলে আছি না থাকলে নেই।’ 

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরও