প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মনোনীত পরিচালক পদে পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদে আইসিবির মনোনীত পরিচালক হিসেবে নুরুজ্জামান খানের পরিবর্তে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারকে নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।