প্রথম প্রান্তিকে ইবিএলের ইপিএস কমেছে ১০%

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে প্রায় ১০ শতাংশ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে প্রায় ১০ শতাংশ। ব্যাংকটির চলিত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইস্টার্ন ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ২৯ পয়সায়।

আরও