ভারতে গুগলের বিরুদ্ধে স্টার্টআপ প্রতিষ্ঠানের মামলা

ভারতের বাজারে গুগলের ইন-অ্যাপ বিলিং সিস্টেম প্রত্যাহারের দাবি তুলেছে দেশটির কিছু স্টার্টআপ প্রতিষ্ঠান।

ভারতের বাজারে গুগলের ইন-অ্যাপ বিলিং সিস্টেম প্রত্যাহারের দাবি তুলেছে দেশটির কিছু স্টার্টআপ প্রতিষ্ঠান। বিষয়টি সমাধানে প্রতিষ্ঠানগুলো আদালতের দ্বারস্থ হয়েছে। দিল্লির উচ্চ আদালতে ১০ এপ্রিল গুগলের এ সিস্টেমের বিরুদ্ধে মামলা দায়ের করে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করার আগ পর্যন্ত এ সিস্টেম স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। খবর রয়টার্স।

ভারতীয় স্টার্টআপ প্রতিষ্ঠানের সংগঠন দি অ্যালিয়েন্স অব ডিজিটাল ইন্ডিয়া ফাউন্ডেশন (এডিআইএফ)। গত মাসে সংগঠনটি ভারতের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের গুগলের নতুন সিস্টেমটি তদন্ত করার দাবি জানায়। গুগল এখনো তাদের কাছ থেকে অধিক সার্ভিস চার্জ নিচ্ছে বলে স্টার্টআপগুলো জানায়। 

প্রতিবেদন বলছে, গত অক্টোবরে ইন-অ্যাপ পেমেন্টের ক্ষেত্রে থার্ড-পার্টি বিলিং সার্ভিসের অনুমোদন দিতে গুগলকে নির্দেশনা দিয়েছিল অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ। কিন্তু গুগল এখনো সে নির্দেশনা অনুসরণ করেনি।

গুগলের ইন-অ্যাপ বিলিং ফি সিস্টেম ইউজার চয়েস বিলিং সিস্টেম (ইউসিবি) নামে পরিচিত। ২৬ এপ্রিল থেকে এটি বাস্তবায়ন করবে গুগল। এ সপ্তাহের শেষের দিকে এ মামলার শুনানি হতে পারে। তবে এ নিয়ে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।

অক্টোবরে ভারতীয় প্রতিযোগিতা কমিশন গুগলকে ১১ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছিল। ডিজিটাল ডেভেলপারদের ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেম ব্যবহারে বাধ্য না করার বিষয়েও নির্দেশ দেয় কমিশন। ব্যাপারটিকে বাজারে গুগলের আধিপত্যের অপব্যবহার বলে আখ্যা দেয় কমিশন। 

এ মামলার মধ্য দিয়ে গুগল ও প্রতিদ্বন্দ্বী স্টার্টআপগুলোর মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়টি ফুঠে উঠেছে। স্টার্টআপগুলো বারবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির সমালোচনা করেছে।

আরও