টাঙ্গাইলের
ভূঞাপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ মার্চ)
বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত
দুই স্কুলছাত্র হল- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৬) এবং
রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)।
গোবিন্দাসী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজয়
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণি ও লিখন ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। তারা সম্পর্কে
চাচাতো ভাই।
পরিবার
ও স্থানীয়রা জানান, সুজয় ও লিখনসহ ৬-৭ বন্ধু মিলে বেলা ১২ টার দিকে বাড়ির পাশে যমুনা
নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে তারা পানিতে ডুব খেলছিল। একপর্যায়ে বড় ভাই সুজয় নদীর
গভীরে গিয়ে পানিতে ডুবতে শুরু করে।
এ
সময় লিখন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে যায়। অপর বন্ধুদের চিৎকারে স্থানীয়রা
তাদের উদ্ধার করে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত বলেন, আনার আগেই তাদের মৃত্যু হয়।
ভূঞাপুর
থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে
ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।