অবসরে যাওয়া হুগো লোরিসের স্থানে ফ্রান্স
ফুটবল দলের নতুন অধিনায়ক করা হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। আজ মঙ্গলবার (২১ মার্চ) সূত্রের
বরাতে এ তথ্য জানিয়েছে ইএসপিএন।
প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগেই এমবাপ্পের
অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দলের কোচ দিদিয়ের দেশম। এবার তার হাতেই পরানো হচ্ছে ক্যাপটেন
আর্মব্যান্ড।
কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময়
পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। আগামী ২৪ মার্চ স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের
বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে তারা। এ ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা
শুরু করতে যাচ্ছেন এমবাপ্পে।
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন
এমবাপ্পে। গোল করেছেন ৩৬টি আর অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। বিশ্বকাপের মঞ্চে ১৪ ম্যাচে
১২টি গোল করেছেন ফরাসি এ ফরোয়ার্ড।
এদিকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে অ্যাথলেটিকো
মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় আতোয়ান গ্রিজম্যানকে। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের
ফাইনালে হারার পর অবসর নেন রাফায়েল ভারানে। তার স্থলেই অভিষিক্ত করা হলো গ্রিজম্যানকে।