ভোমরা স্থলবন্দর

আট মাসে ২৮০ কোটি টাকার রসুন আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রায় ২৮০ কোটি টাকার রসুন আমদানি হয়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রায় ২৮০ কোটি টাকার রসুন আমদানি হয়েছে। ভোমরা শুল্ক স্টেশনে দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আমদানীকৃত এসব রসুন জেলার চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়েছে। গত অর্থবছরের একই সময় ভারতে রসুন রফতানি বন্ধ থাকায় আমদানি হয়নি পণ্যটি।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ জানিয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের আট মাসে এ বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ১৮ হাজার ৫৪৫ টন, যার আমদানি মূল্য ২৭৮ কোটি ৭৮ লাখ টাকা। 

ভোমরা স্থলবন্দরের মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানিয়েছেন, তার প্রতিষ্ঠান চলতি অর্থবছরের প্রথম আট মাসে উল্লেখযোগ্য হারে রসুন আমদানি করেছে। প্রতি মাসে গড়ে আমদানি করা হয়েছে ৫০-৫৫ ট্রাক। তবে বাজারে দেশীয় রসুনের সরবরাহ থাকায় আমদানি কিছুটা কমতির দিকে। সাতক্ষীরা জেলা সদরের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি আড়তে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশী রসুন ৭৫-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও