পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির নাম ‘ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ পরিবর্তন করে ‘ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি’ করার প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাব অনুমোদন পাওয়ায় আজ থেকে ডিএসইতে ‘ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি’ নামে কোম্পানিটির লেনদেন হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৭ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭০ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৬২ পয়সায়, আগের বছর শেষে যা ছিল ৩০ টাকা ৪৯ পয়সা।