অনুমোদিত মূলধন বাড়াবে এসবিএসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বিদ্যমান অনুমোদিত মূলধন ১ হাজার কোটি থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বিদ্যমান অনুমোদিত মূলধন ১ হাজার কোটি থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। পাশাপাশি পর্ষদ ব্যাংকটির নাম পরিবর্তন করার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। ব্যাংকটির গতকাল অনুষ্ঠিত ১৫৯তম পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 

এসবিএসি ব্যাংকের মূল্যসংবেদনশীল তথ্য অনুসারে, ব্যাংকটি ১০ টাকা মূল্যে ১০০ কোটি সাধারণ শেয়ারের বিপরীতে বর্তমানে অনুমোদিত মূলধন রয়েছে ১ হাজার কোটি টাকা। ব্যাংকটির পর্ষদ ১০ টাকা মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারের বিপরীতে এ অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গতকাল পর্ষদ সভায় ব্যাংকটির নাম সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিবর্তে এসবিএসি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্তে অনুমোদন করা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদ চাইবে কোম্পানিটি। 

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের বর্তমানে পরিশোধিত মূলধন ৮১৬ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮। এর মধ্যে ৬৮ দশমিক ২৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৫ দশমিক ১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এসবিএসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস)  হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২ পয়সায়। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে এসবিএসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত নগদ লভ্যাংশ এরই মধ্যে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৫৯ পয়সা।

ডিএসইতে গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০ টাকা ৪০ ও ১৪ টাকা ১০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৮ দশমিক ৭৬, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১১ দশমিক শূন্য ৪।

আরও